মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে দৈনিক ঘোষণা পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি)সকালে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী হল রুমে জাতীয় অনলাইন প্রেসক্লাব সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহাদত জামান, শিবলী সরকার, মিজানুর রহমান মিলন, হারুনুর রশিদ, আব্দুল ওয়াহেদ, সামিউল ইসলাম সনি, রহিদুর রহমান মিলন, আর এ রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন দৈনিক ঘোষণা পত্রিকার সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com