পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের শিমুলতাইড়, মানিকদাড় ও কাজলা ইউনিয়নের চরঘাঘুয়া নদীভাঙ্গন কবলিত এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন।
এ সময় শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীভাঙ্গন রোধে গৃহীত ব্যবস্থাসহ ঐ এলাকার বসবাসরত জনগণকে নদী ভাঙ্গনের কবল হতে রক্ষা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা প্রদান করেন তিনি। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, পানি উন্নয়ন বোর্ড, বগুড়া নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবির, চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা ভূইয়া। পরিদর্শন শেষে কালিতলা টি-বাঁধে রাস্তার পাশে একটি আমলকী গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।
Leave a Reply