পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকায় নদী ভাঙনে বাঁধ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শুকনা খাবার,পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, স্যালাইন সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, জনপ্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা প্রশাসক ইসলাম মো. সাইফুল ইসলাম বলেন, নদী ভাঙ্গনের অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা এবং ক্ষয়ক্ষতির পরিমাপ করে সরকারি মানবিক সহায়তা চাহিদা অনুযায়ী প্রদান করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com