পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ভাঙ্গন কবলিত জনগণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ভাঙন কবলিত এলাকা পায়ে হেঁটে জেলা প্রশাসক কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকার নদী পাড়ের ভাঙন পরিদর্শন করেন এবং ভাঙন কবলিত এলাকার মানুষের খোঁজ-খবর নেন। এর পর উপজেলা প্রশাসনের আয়োজনে ভাঙ্গন কবলিত জনগণের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আফসানা ইয়াসমিন, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির,
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, পৌর মেয়র মতিউর রহমান মতি, কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাসেল প্রমুখ।
Leave a Reply