মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বিশেষ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তৌহিদুর রহমান। এসময় আচরণবিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, সিনিয়র সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী, থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা সহ আলোচনা করা হয়।
Leave a Reply