1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ দায়ের কাহালুতে গলায় উড়না পেঁচিয়ে এক মহিলার আত্মহত্যা দূর্নীতি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী আইনের বিকল্প নেই -অধ্যক্ষ শাহাবুদ্দীন

সারিয়াকান্দিতে নৌবন্দরের কাজ এগিয়ে, সম্ভাব্যতা যাচাই করছে সার্ভে জাহাজ

  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯১

সোনাতলা সংবাদ ডেস্কঃ সারিয়াকান্দিতে নৌবন্দর গড়ে তুলতে প্রয়োজনীয় কাজ এগিয়ে চলেছে। সম্ভাব্যতা যাচাই করতে কাজ করছে বিআইডব্লিউটিএ ইনল্যান্ড সার্ভে ভেসেল ঝিনাই-২। বগুড়া জেলার ব্যবসা বাণিজ্য প্রসারে সারিয়াকান্দিতে নৌবন্দর গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রাচীনকাল থেকেই বগুড়াসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার যাত্রীরা সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুট ব্যবহার করে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এ নৌপথ দিয়ে জামালপুর হয়ে ঢাকার দূরত্বও কম। তাই সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুট ব্যবহার করে প্রতিদিন কয়েক হাজার যাত্রী বগুড়া এবং জামালপুর জেলায় যাতায়াত করেন।

তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা দিয়ে উত্তাল যমুনা পাড়ি দেন। এসব নৌকাগুলোর যাত্রী ছাউনি না থাকায় যাত্রীরা প্রখর রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে চরম দুর্ভোগের শিকার হয়ে সবসময় যাতায়াত করেন। যাত্রীদের এসব কষ্টের কথা চিন্তা করে কয়েক বছর আগে এ নৌরুটে সি-ট্রাক সার্ভিস চালু করেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

কিন্তু যমুনার নাব্যতা সংকটে এবং সি-ট্রাকের যান্ত্রিক ত্রুটির কারণে অব্যাহত লোকসানে বন্ধ হয়ে যায় এ সার্ভিসটি। সারিয়াকান্দিতে কয়েক বছর ধরেই পলিমাটি জমে যমুনা নদীর অববাহিকায় বিশালাকার কৃষিজমি সৃষ্টি হয়েছে। যেখানে প্রতিবছর বিভিন্ন প্রজাতির ফসল প্রচুর পরিমানে ফলে। পরিবহন ব্যবস্থা ভালো না থাকায় এসব ফসলের ন্যায্য মূল্য থেকে প্রতিবছরই বঞ্চিত হন এলাকাবাসী। এলাকাবাসীর উৎপাদিত ফসল সহজে বাজারজাত করে ফসলের ন্যায্য মূল্য পেতে এবং সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটের লাখো যাত্রীদের সুবিধার্থে সারিয়াকান্দিতে নৌবন্দর চান এলাকাবাসী।

যা তাদের বহুদিনের স্বপ্ন। এলাকাবাসীর স্বপ্নের বাস্তবায়ন করতে সারিয়াকান্দিতে নৌবন্দর গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ। তার উপর ভিত্তি করে গত কয়েকমাস আগে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আরিফ আহম্মেদ মোস্তফা সারিয়াকান্দি নৌঘাট পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি এখানে নৌবন্দর গড়ে তুলতে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই করতে একটি সার্ভে প্রতিনিধি দল প্রেরণ করেছেন। বিআইডব্লিউটিএ ইনল্যান্ড সার্ভে ভেসেল ঝিনাই-২ জাহাজটি গত কয়েকদিন ধরেই সারিয়াকান্দি নৌঘাটে অবস্থান করছে এবং তারা তাদের জরিপকাজ অব্যাহত রেখেছেন।

সারিয়াকান্দি এলাকাবাসী শাহাদাৎ হোসেন সনি বলেন, সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের কথা ছিল সেটি বাস্তবায়ন হয়নি, এখানে একটি সার কারখানা স্থাপন করারও কথা ছিল কিন্তু তাও বাস্তবায়ন হয়নি। আমাদের সারিয়াকান্দিবাসীর সর্বশেষ দাবি এখানে নৌবন্দর স্থাপন করা। এটি দ্রুত বাস্তবায়ন করে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন করার দাবি জানাচ্ছি।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, এলাকাবাসীর সুবিধার কথা বিবেচনা করে বগুড়া জেলা প্রশাসক সারিয়াকান্দিতে নৌবন্দর গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছেন। তার ভিত্তিতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সারিয়াকান্দি নৌঘাট পরিদর্শন করেছেন এবং নৌবন্দর গড়ে তুলতে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। সবঠিক থাকলে সারিয়াকান্দিতে নৌবন্দর হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট