সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ সংক্ষেপে পার্টনার এর আওতায় একদিনের পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া জেলার উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো.শামসুদ্দীন ফিরোজ। এ সময় তিনি বলেন, একজন কৃষক শুধু উৎপাদনকারীই নয় এখন থেকে তাদের ব্যবসায়ী ও উদ্যোক্তা হওয়ার চিন্তাধারায় ফিরতে হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য পাবেন। কৃষি বিভাগ কৃষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কৃষক হিসেবে গড়ে তুলবে এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবুর সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাকুল হায়দার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার স্মৃতিন্নাহার বিথী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিবৃন্দ।
Leave a Reply