পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। ২৭ জুন(বুধবার) দিবাগত রাত্রীতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা গ্রামের মৃত সাখাওয়াত হোসেন প্রামাণিকের ছেলে মহির উদ্দিন প্রামাণিক(৫০), আমজাদ হোসেন প্রামাণিকের ছেলে পিন্টু প্রামাণিক(৪৮), অপরদিকে সারিয়াকান্দি থানার মামলা নং-১৫ তারিখ ২৭/০৬/২০২৩ ইং, ধারা-২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনের ৮(১)/৮(২) এর আসামী কামালপুর ইউনিয়নের বিবিরপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে হাসানাত পারভেজ (২৬) কে আটক করা হয়েছে। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নির্মূলে থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply