মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে শনিবার (১৯ অক্টোবর) বিভিন্ন সময়ে এক মাদক ব্যবসায়ী সহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সদর ইউনিয়নের দীঘলকান্দি তরফদার পাড়া আকবর সরদারের ছেলে মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম (৪০) কে ৪০০(চারশত) গ্রাম মাদকদ্রব্য শুকনা গাঁজাসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মামলা দায়ের করা হয়।
অপরদিকে থানার মামলা নং-০৮, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী কুপতলা উত্তরপাড়া মৃত লাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪০), এবং সিআর পরোয়ানাভুক্ত খোর্দ্দবলাইল এলাকার মৃত মোকাম আকন্দের ছেলে শাহিন মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সারিয়াকান্দি থানাধীন যে কোনো এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ সহ যে কোনো ধরনের অপরাধ নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com