মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রধারী ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাহানবান্ধা এলাকার নুরুল ইসলামের ছেলে মেহেদী হাসান রাব্বি (২৪) ও জিআর পরোয়ানাভুক্ত কড়িতলা নিজবাটিয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে শাওন মিয়া (২৫)। আসামী মেহেদী হাসান রাব্বির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের রবিবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।
Leave a Reply