পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাঁটাখালী গ্রামের শাহার আলীর ছেলে মাদক ব্যবসায়ী সুলতান আহম্মেদ শান্ত(২০), হেলাল প্রামাণিকের ছেলে সজল মিয়া (১৯), কাটাখালী পশ্চিমপাড়া এলাকার দুরুল সাকিদারের ছেলে তরিকুল ইসলাম (২১) কে রাতে কাঁটাখালী পশ্চিমপাড়া গ্রামের মৃত ছমেস উদ্দিনের ছেলে নুর ইসলাম এর নির্মানাধীন একতলা ভবনের ছাদের উপর থেকে গ্রেফতার করে তাদের হেফাজত হতে ১৮০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শনিবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ উপজেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply