পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ পলাতক আসামী ও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পরোয়ানাভুক্ত আসামী উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ইসমাইল মন্ডলের ছেলে ইয়াকুব আলী ও নিয়মিত মামলার আসামী ভেলাবাড়ী ইউনিয়নের মৃত রশিদ মন্ডলের ছেলে সুজন মন্ডল (৩৬), এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামী আমতলী দক্ষিনপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জিল্লুর রহমান বিটুল।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশের অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের সোমবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com