পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি ৪নং ওয়ার্ড এলাকায় সুজন (৪২) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত সুজন ওই এলাকার সায়েদজ্জামানের ছেলে।
ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টা ২০মিনিটে। জানা যায়, রাতে বাড়ি থেকে বের হলে হিন্দুকান্দি চারমাথা মোড় যায় সুজন মিয়া। এ সময় পূর্ব শক্রতার জের ধরে এক অস্ত্রধারী যুবক তাকে ধাওয়া করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সুজন জানান, ইউনুসের ছেলে শিপন ছুরি দিয়ে আমার পিঠে ও ঘাড়ের কয়েকটি জায়গায় আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনা কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply