মিলন, সারিয়াকান্দিঃ বগুড়ার সারিয়াকান্দিতে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল। পৌর মেয়র মতিউর রহমান মতি'র সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অরুনাংশু কুমার সাহা, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ইউসুফ আলী, উপজেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. মন্তেজার রহমান মন্টু, কৃষিবিদ ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাস্টার, মামুনুর রশীদ হিমু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, নারচী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু, ফুলবাড়ী ইউনিয়ন আ'লীগের সভাপতি মমতাজুর রহমান মন্তে, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ ইউনুস আলী, পৌর আ'লীগের সভাপতি কুরবান আলী, কুতুবপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি আতোয়ার রহমান মিঠু, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী জাকিউল আলম ডুয়েল, চন্দবাইশা ইউনিয়ন আ'লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদুন্নবী হিরু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, উপজেলা ছাত্ররলীগে সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা হেলাল। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com