মিলন, সারিয়াকান্দি প্রতিনিধঃ বগুড়ার সারিয়াকান্দিতে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধা দেওয়ায় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাকিদুর রহমান বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৪০-১৫০ জনকে বিবাদী করে থানায় অভিযোগ করেন।
অভিযোগসূত্রে জানা যায়, জাবেদুর রহমান তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি প্রায় ৮২ বছর যাবৎ ভোগদখল করে আসছে। যাহার কবলা দলিল, এস. এ খতিয়ান, আর. এস খতিয়ান ও খারিজ খতিয়ান সম্পূর্ণ তার। বর্তমানে জাবেদুর রহমানের ছেলে মাকিদুর রহমান ভোগদখল করে আসছে। উক্ত সম্পত্তি ভোগ দখল করিয়া আসা অবস্থায় পাশ্ববর্তী প্রতিবেশি উক্ত জমি বিবাদীরা দাবি করে থানায় অভিযোগ করেন।
থানা পুলিশ সালিশী বৈঠককে উপস্থিত হয়ে কাগজপত্র দাখিল করে এবং থানায় বিবাদীগণ তাদের বৈধ কাগজপত্র দাখিল করতে সক্ষম হয় নাই। পরবর্তীতে ১২ নভেম্বর মঙ্গলবার আনুমানিক সকাল ৬ টা সন্ত্রাসী কায়দায় জাবেদুর রহমানের ছেলে মাকিদুর রহমানকে প্রাণ নাশের হুমকি-ধামকিসহ দখলকৃত পৈত্রিক সম্পত্তিতে আসিয়া পাকা ধান কাটিয়া ও পার্শ্ববর্তী আরেকটি জমিতে চাষকৃত ফসলি জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করায় ব্যাপক ক্ষতি সাধনা করে।
এ ছাড়াও অন্য আরেকটি জমিতে টিনসেট ঘর উত্তোলন করে বিবাদীরা। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও তার পরিবার।
এ ব্যাপারে মাকিদুর রহমান বলেন, আমার কাগজপত্রসহ থানা বসার কথা থাকলেও তারা কোন কাগজ দেখাতে পারে নাই। এবং সন্ত্রাসী কায়দায় আমার জমিজমা দখল করার চেষ্টা করছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com