সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমিকের বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। এ বিষয়ে ওই তরুণীর বাবা বাদি হয়ে আজ শনিবার (১৩ জানুয়ারি) সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সারিয়াকান্দির উপজেলার হরিণা গ্রামে ওই তরুনীর নানার বাড়ি। নানার বাড়ি যাতয়াত করতে করতে ৪ বছর আগে ওই গ্রামের বাহাদুর রহমানের ছেলে সাফিউর রহমান সাফির (২৫) সাথে তরুনীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শুক্রবার বিয়ের প্রলোভন দেখিয়ে সাফি ওই তরুনীকে তাদের বাড়িতে ডেকে নেয়।
সেদিন দুপুরে ওই তরুনী সাফির বাড়িতে এলে সাফির মা এবং তার আত্মীয় স্বজন ওই তরুনীকে মারপিট করে এবং তার জামাকাপড় ছিঁড়ে দেয়। এরপর তারা ওই তরুনীর নিকট থেকে তার হাতব্যাগ ছিনিয়ে নেয়। যার ভিতরে নগদ টাকা এবং মোবাইল ছিল। মারপিটের পর ওই তরুনীকে তার নানার বাড়িতে রেখে আসা হয়। ওই তরুনী জানান, সাফির সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক।
বিষয়টি নিয়ে সাফির বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের সাথে মোবাইল ফোনেও পাওয়া যায়নি।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com