মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সরকারি- বেসরকারি হাই স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসব পালন করা হয়।সোমবার (১লা জানুয়ারি) সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই হাতে তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়াজুল হক সহ শিক্ষার্থী, অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply