1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

সারিয়াকান্দিতে বজ্রপাতে একজনের মৃত্যু, ২ জন আহত

  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২১৯

মিলন,সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭অক্টোবর) সকালে কর্ণিবাড়ী ইউনিয়ন শোনপচা চরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে রংপুর কাউনিয়া উপজেলার আরাজি হরিশ্বর এলাকার আব্দুর রশিদ(৫০) নিহত হয়। এবং ঐ একই এলাকার মৃত সাহার উদ্দিন এর ছেলে বাবু(৭০) এবং আপান উল্লা এর ছেলে আশরাফুল (৪৫) দুইজন আহত হয়।

সংবাদ পেয়ে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। নিহত ও আহতদের দ্রুত নিয়ে এসে আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসেন। নিহত ব্যক্তিকে থানায় নিয়ে যান পুলিশ সদস্যরা।

সপাতাল সূত্রে জানা যায়, আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যাদর্শীরা জানান, নিহত ও আহতরা পেটের তাগিদে রংপুর থেকে এই শোনপচা চরে কাজ করার জন্য আসে। আজকে সকালে মরিচের জমিতে নিড়ানী কাজ করার জন্য অনেকে মাঠে যায়। হঠাৎ আকাশে মেঘ দেখে সবাই ছোটাছুটি করে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। বজ্রপাতে একজন মারা যায়। দুইজন গুরুতর আহত হয়। নিহত পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে নিহত আব্দুর রশিদ ৩ মেয়ে ১ স্ত্রী রেখে যান।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) জামিরুল ইসলাম জানান,ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথেই পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসাপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তিকে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট