মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে মাছ ব্যবসায়ী দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে ) বিকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা নামক স্থানে যমুনা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তিরা হলেন, মনমত হালদার (৪৫) ও তাঁর ছোট ভাই সবুজ হালদার (৩২)। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বড়ইতলী গ্রামে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, হঠাৎ ঝড় বৃষ্টি দেখে মাছ বাজার আড়ৎ এর নিচে যমুনা নদীর ঘাটে খুঁটিতে নৌকা বাধার জন্য গেলে বজ্রপাতে তারা নৌকার উপর দাঁড়ানো অবস্থায় পানিতে পড়ে যায়। বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com