পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে রাজশাহী বিভাগীয় কমিশনার কর্তৃক বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) রাজশাহী বিভাগীয় কমিশনার ডা. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির প্রথমে সকাল ১১টায় চালুয়াবাড়ি ইউনিয়নের বন্যার্ত ৫শ ৫০ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন। এরপর ডোমকান্দি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ২শ'১৬ জন পরিবারের মাঝে চাল বিতরন করেন এবং সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী ও নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন করেন।
এরপর সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গার্লস কমফোর্ট জোনের শুভ উদ্বোধন ও উপজেলা পরিষদের এ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন-বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, পৌর মেয়র মতিউর রহমান মতি,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ারুল তারিফ মোহাম্মদ প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com