পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে ৭ জানুয়ারি-২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী ও ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) বিকেলে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) উপজেলার শাখার আয়োজনে ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) উপজেলার শাখার সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু,পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান মতি,মেম্বার মিজানুর রহমান মিজান, হুমায়ূন কবির, মহিলা মেম্বার আরজিনা বেগম,কাজলা ইউনিয়নের ৪ নং ওয়াড মেম্বার ফরিদুল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com