
মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার, ০৮/১২/২০২২ তারিখে সদর ইউনিয়নের দীঘলকান্দি মধ্যপাড়া গ্রামের ডোবা পুকুরের পশ্চিম পাড় হইতে আসামী রুবেল মিয়া (৩৮) পিতা-মৃত আব্দুল খালেক, গ্রাম- দীঘলকান্দি, তাহার হেফাজত হইতে ১০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও সারিয়াকান্দি পাটগুদামস্থ যুগল কিশোর মন্দিরের সামনে হইতে আসামী আলমগীর হোসেন (২৫) পিতা- আজিজার প্রামানিক, গ্রাম-উত্তর হিন্দুকান্দি, থানা-সারিয়াকান্দি, তাহার হেফাজত হইতে ১৫ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং সারিয়াকান্দি থানাধীন কুতুবপুর ইউপিস্থ মাছিরপাড়া বাঙ্গালী ব্রীজের দক্ষিন মাথার পূর্ব পাশ হইতে আসামী রাসেল ইসলাম (১৯) পিতা- সালাম মন্ডল, গ্রাম -বড় কুতুবপুর পূর্বপাড়া, তাহার হেফাজত হইতে ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়াও থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ১ জন ও গ্রেফতারী পরোয়ানা মূলে ১ জন আসামীকে গ্রেফতার পূর্বক মোট ৫ জন আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
Related
Leave a Reply