সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে বালুভর্তি ট্রাক্টরের চাপায় জুনায়েদ ইসলাম নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জুনাইদ উপজেলার কামালপুর ইউনিয়নের পাইকরতলী নতুন পাড়া গ্রামের রঞ্জু সরকারের ছেলে। সে পাইকরতলী নতুন পাড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। আজ রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কামালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক্টর দিয়ে আজ রোববার (২৭ এপ্রিল) কামালপুর পাইকরতলী নতুন পাড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার মাটি ভরাটের কাজ চলছিল। মাদ্রাসা চলাকালীন সকাল সাড়ে ৯টার দিকে জুনাইদ পানি নিয়ে আসার উদ্দেশ্যে মাদ্রাসার টিউবওয়েলের দিকে যায়।
যাওয়ার সময় মাটি ভরাটের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি ঘোরানোর জন্য পেছনের দিকে নিয়ে গেলে জুনায়েদ ট্রাক্টরের চাপায় মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে স্থনীয়রা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে জুনায়েদের মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com