মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান কাজলা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এস.এম. রফিকুল ইসলাম।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে কাজলা ইউনিয়নের শাহজালাল বাজারে গনসংযোগে মনোনয়ন প্রত্যাশী এই নেতা অতীত ও বর্তমানের স্ব-স্ব সামাজিক, রাজনৈতিক কর্মকান্ড সাধারণ ভোটারের মাঝে লিফলেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন স্বৈরাচার সরকার আওয়ামীলীগের আমল থেকেই (সারিয়াকান্দি-সোনাতলা) উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলসহ প্রত্যেকটি এলাকায় পোস্টার- ব্যানার- ফেস্টুন টাঙ্গিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেছি।
আমি আশা করি, আগামী দিনে দেশনেত্রী বেগম জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকেই মনোনয়ন দিবেন। তিনি বলেন, এমপি হয়ে যমুনা সেতু নির্মাণ করে অবহেলিত চরাঞ্চলের জীবনমান উন্নয়নে কাজ করবো। সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের সীমানা রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করেছি। এছাড়াও জামথল কলেজ, জামথল উচ্চ বিদ্যালয়,জামথল মাদ্রাসা,জামথল বাজার,জামথল জামে মসজিদ ও হযরত শাহজালাল বাজার প্রতিষ্ঠা করেছি।
বগুড়া-১ আসনের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবার দোয়া চেয়েছেন তিনি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com