পাভেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে বিয়ে থেকে বাঁচতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে নবম শ্রেণীর এক ছাত্রী।
সে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের খোর্দ্দবলাইল এলাকার রাজু আহমেদের মেয়ে ও নিজবলাইল দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী। এই ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে নিজবলাইল দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়িতে।
পরিবার সূত্রে জানা যায়,দুপুরে রাফিয়াকে দেখতে ছেলের পক্ষ থেকে মানুষ আসে। কিছুক্ষণপর ঘরের ভিতর ঢুকে বের না হলে ঘরের মধ্যে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পাই পরিবারের লোকজনেরা।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবার বলছেন, বিয়ে থেকে বাঁচতে বাবা-মার ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে রাফিয়া খাতুন নামে ওই স্কুলছাত্রী।
Leave a Reply