সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে বেড়াতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করেছে জামাল মিয়া (৩২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক। এঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ ধর্ষক জামালকে গ্রেফতার করেছে। সে বগুড়া সদরের খামারকান্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, সারিয়াকান্দি থানায় গত সোমবার ভুক্তভোগী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলার ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত জামালকে বগুড়া জেলা সদর থেকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে তাকে বগুড়া জেলা আদালতে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়া জেলা সদরের চারমাথা এলাকার একটি পান-সিগারেটের দোকানের নিয়মিত ক্রেতা জামাল মিয়া। এই সুবাদে এই দোকানীর মেয়ের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। গত ১২ জানুয়ারি জামাল ভুক্তভোগী মেয়েকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়।
ওই মেয়ে জামালের প্রস্তাবে রাজি হয়ে বেলা ২টার দিকে তার সাথে ঘুরতে বের হয়। জামালের ব্যাটারিচালিত অটোরিকশাতেই তারা সারিয়াকান্দি কালিতলা ঘাট এবং প্রেম যমুনার ঘাটে ঘুরাঘুরি করে। ঘুরাঘুরির একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পারদেবডাঙ্গা সরকারপাড়া গ্রামের এক বাগানে নিয়ে ওই মেয়েকে ধর্ষণ করা হয়।
মেয়েটি বিষয়টি তার পরিবারকে জানালে সারিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, গ্রেফতারকৃত জামালকে আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com