মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জন দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) বিকালে পৌর বাজারে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।
অভিযানকালে উপস্থিত ছিলেন, সাংবাদিক সহ থানার পুলিশ সদস্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় দোকানে মূল্য তালিকা না থাকা, বেশি দামে পন্য সামগ্রি বিক্রির দায়ে পৌর বাজারে ২ টি মামলায় নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরিয়ার রহমান বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply