মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে সাতবেকী খালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে থানা পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। অভিযানকালে একটি ভেকু মেশিন জব্দ করে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর হেফাজতে রাখা হয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করি। একটি ভেকু মেশিন জব্দ করা হয়। অভিযানকালে কাউকে পাওয়া যায়নি। জনস্বার্থে, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com