মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২-১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সবুজ কুমার বসাক, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম সহ সকল কর্মকর্তাগন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদের প্রতি নিরবতা পালন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। আলোচনা সভার শেষে প্রধান অতিথি এমপি সাহাদারা মান্নান শিশুদের চিএাংঅংকন ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply