মিলন, সারিয়াকান্দিঃ বগুড়ার সারিয়াকান্দি থানা এলাকায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশের অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের আমতলী দক্ষিণপাড়া গ্রামের মাহফুজার রহমান তোতার ছেলে মিজানুর রহমান লাজু (৪৩)কে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সাথে অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী চালুয়াবাড়ি ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের হাজী তায়েব শেখের ছেলে এনামুল হক রতনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম।
Leave a Reply