মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে থানা এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে মাদক ব্যবসায়ী সৈকত ইসলাম (২৫), পিতা- ইদ্রিস আকন্দ, সাং-কাটাখালী উত্তরপাড়া থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে ২০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। একই সাথে অভিযান পরিচালনা করে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামী তুহিন মিয়া (৩০), পিতা-বাদশা তরফদার, সাং-চর হরিনা, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। আসামীদের জেলা বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম।
Leave a Reply