মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে থানা এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করে কুপতলা আদর্শপাড়া গ্রামের আতিকুর রহমান (৩০), পিতা- ছামসুল মোন্নার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (২৫), পিতা-মৃত মজনু প্রামানিক, সাং-রামনগর তরফদারবাড়ী, ওয়াসিম প্রামানিক (৩৮), পিতা- জহুরুল প্রামানিক, সাং-কুপতলা পূর্বপাড়া, উভয় থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াদ্বয়কে ২৫ (পঁচিশ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়। একই সাথে অভিযান পরিচালনা করে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামী সেলিম মিয়া (৩০), পিতা- বক্স প্রামানিক, সাং-কুপতলা আদর্শপাড়া, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com