মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে শনিবার (২৩ মার্চ) রাতে থানা এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করে কড়িতলা রৌহাদহ মাঠপাড়া গ্রামের টিটু মেম্বারের নির্মানাধীন মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হইতে সম্রাট আকন্দ (১৯), পিতা- মহুবার আকন্দ, সাং-টাকা মাগুরা, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
একই সাথে অভিযান পরিচালনা করে নারচী বাজারে সবুজ মিয়া এর সো-রুমের সামনে পাকা রাস্তার উপর হইতে আব্দুস সালাম (৪০), পিতা- মছু প্রাং, সাং-ফুলবাড়ী গাবতলাপাড়া, নান্টু সোনার (৩৯), পিতা- ফকির সোনার, সাং-আমতলী দক্ষিনপাড়া, উভয় থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াদ্বয়কে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com