মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে থানা পুলিশের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধি দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।
অভিযানকালে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আরমান হায়দার, জেলা মৎস্য অফিসার কালি পদ রায়, সিনিয়র সহকারী পরিচালক আবুল বাশার, উপজেলা মৎস্য অফিসার গোলাম মোর্শেদ। জব্দকৃত জাল গুলো কালিতলা ঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় প্রতিনিয়তই যুমনা নদীতে অভিযান চালানো হচ্ছে। অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫ হাজার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ জব্দ করা হয়। ইলিশ সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply