সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দি কালিতলা গ্রোয়েন বাঁধে বেড়াতে এসে যমুনা নদীতে গোসলে নেমে সাদিকুল ইসলাম সাদেক (১৮) নামে একজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সাদিকুল বগুড়া সদরের লতিফপুর কলোনি এলাকার আরমান সিদ্দিকের ছেলে। সে বগুড়া সদরের একটি মাদ্রাসার ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সাদিকুল তার অন্য ৯ জন সহপাঠীদের সাথে উপজেলা কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় বেড়াতে আসে। দুপুর আড়াইটার দিকে তারা একটি নৌকা ভাড়া নিয়ে যমুনা নদী পার হয়ে বাটির চরে গোসল করতে নামে। এক পর্যায়ে সাদিকুল গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠীরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় নিজ নিজ বাড়িতে বিকাল ৬টার দিকে চলে যায়। সাদিকুল বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে সে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে শুক্রবার সকালে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি দল, রাজশাহী ডুবুরি দল এবং স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ভিক্টিমকে উদ্ধার করতে অনুসন্ধানকাজ অব্যাহত রেখেছেন।
সারিয়াকান্দি ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ভারপ্রাপ্ত মাসুদ পারভেজ বলেন, শুক্রবার সকালেই রাজশাহী ডুবুরি দলকে কল করা হয়েছিল। তারা সকাল ১১টায় ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার কাজ শুরু করে দিয়েছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com