সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে ২ জনকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া এলাকার মৃত হবিবর রহমানের ছেলে ফিরোজ আলম (৫৯) এবং একই এলাকার সোলেমান আকন্দের ছেলে আব্দুর রশিদ (৪০)।
আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের লেফটেনেন্ট সাব্বির হোসাইন।
জানা গেছে, আজ মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্রসহ হাসনাপাড়া ফিরোজ আলম কে গ্রেফতার করা হয়। একই অভিযানে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম সহ আব্দুর রশিদ কেও আটক করা হয়। পরে সারিয়াকান্দি আর্মি ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৯০০ টাকা জরিমানাসহ ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, সারিয়াকান্দি পুলিশ এবং সেনা ক্যাম্পের অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
Leave a Reply