সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে আটকসহ ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের চর জামথল ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান। অভিযানে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সাথে সরাসরি জড়িত থাকায় ৫ জনকে আটক করা হয়।
তারা হলো জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আব্দুল খালেকের ছেলে আজিজুল হাকিম (২০), একই উপজেলার রবিউল ইসলামের ছেলে রবিন মিয়া (২৩), টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মৃত রহিম শেখের ছেলে জামাল হোসেন (৫৮), গাইবান্ধা জেলার সাঁঘাটা উপজেলার হেলাল মীর, বগুড়া সারিয়াকান্দি উপজেলার আপেল মিয়া (২০) এবং শফিকুল ইসলামের ছেলে শাকিল মিয়া (২৩)। পরে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের সরঞ্জামাদি ৩ টি শ্যালো মেশিন, ৫ টি খনন যন্ত্র, একটি টিউবওয়েল এবং ১০ টি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক ব্যক্তিদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
Leave a Reply