সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে সকালে শেখ রাসেলের প্রতি কৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ অন্যান্য সংগঠন।
সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সাহাদারা মান্নান এমপি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার রাকিবুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী সিপন আলী,পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক উল হায়দার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা পারভিন নাহার উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply