সোনাতলা সংবাদ ডেস্কঃ সারিয়াকান্দিতে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে বাপ্পি মিয়া (২২) নামে এক যুবক ছুরিকাহত হয়েছে। বাপ্পি উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের বকুল প্রামাণিকের ছেলে।
বাপ্পির বাবা বকুল প্রামাণিক জানান, গত সোমবার সারিয়াকান্দি পৌর এলাকার ফজলু প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন আনু ওরফে টেরা আনুর (৩০) সাথে তার ছেলে বাপ্পির সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে আনু বাপ্পি মিয়াকে পাইপ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। এরপর গতকাল মঙ্গলবার বিকেলে বাপ্পি মিয়া গোসল করার জন্য স্থানীয় বাঙালি নদীর দিকে যাওয়ার সময় আনু তার পথরোধ করে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করা সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ বিষয়ে থানায় কোনও মামলা বা অভিযোগ দায়ের হয়নি। মামলা দায়ের হলে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply