পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অনুদান দ্বারা পল্লী গণ উন্নয়ন সংস্থা (পিজিইউএস) কর্তৃক হাটশেরপুর চরে গরু পালন বিশেষ প্রকল্পের সুবিধা ভোগীদের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
রবিবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় চর করমজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুবিধাভোগীদের মাঝে জনপ্রতি ১টি করে বকনা গরু বিতরণ করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,পল্লীগণ উন্নয়ন সংস্থা (পিজিইউএস) নিবার্হী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: সাখাওয়াত হোসেন।
এসময় বক্তব্য রাখেন, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান আলো, প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, ৯নং ওয়ার্ড আমিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply