সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সারিয়াকান্দি ফাজিল ডিগ্রী মাদ্রাসা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মন্টু মন্ডলের সভাপতিত্বে ও সুলতান মাহমুদ প্রিন্স ও রাকেবুল হাসান রপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজি, সাবেক সহ সভাপতি এ্যাড.মন্তেজার রহমান মুন্টু, সহ-সভাপতি মমতাজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা সভাপতি সোহান সাগর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com