মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে দীর্ঘ ৯ বছর পর আবারো শুরু হয়েছে তিন দিনব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউটস ক্যাম্পুরী ও উপজেলা স্কাউটস সমাবেশ। শুক্রবার (৮ মার্চ) উপজেলা পরিষদ খেলার মাঠে তিন দিনব্যাপী এ স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত উক্ত সমাবেশ ৮ই মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত চলবে। ক্যাম্পে সবার সার্বক্ষণিক থাকা-খাওয়া, স্যানিটেশনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, পৌর মেয়র মতিউর রহমান মতি সহ স্কাউটস‘র কর্মকর্তাগন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com