পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে থানা এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করা হয়েছে। রবিবার (১অক্টোবর) থানার ওসি (তদন্ত) আশরাফুল আলমের নেতৃত্বে ও এস আই রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশ বিশেষ এ অভিযান পরিচালনা করে।
এ সময় তারা সারিয়াকান্দি থানার উত্তর সুজনের পাড়ায় (কাকলিহাটা সুজালুপাড়া)অভিযান চালিয়ে আসামীর বাড়ির পশ্চিম দুয়ারী টিন শেড ঘরে তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শহিদুল আক্কুস শেখ (৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে সোমবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com