1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

সারিয়াকান্দির পর্যটন কেন্দ্রগুলোতে কয়েকদিন ধরে পর্যটকের উপচেপড়া ভীড়

  • বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৫৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ ঈদ উল আযহা উপলক্ষে সারিয়াকান্দির পর্যটন কেন্দ্রগুলোতে গত কয়েকদিনই ছিল উপচেপড়া ভীড়। লাখো পর্যটকের আগমনে মুখরিত ছিল পর্যটনকেন্দ্র গুলো। যমুনা নদীর টানে এখানে পর্যটকদের আনাগোনা বেশি। এ বছর কোনও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।

সারিয়াকান্দি উপজেলাকে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষায় গত কয়েকবছর আগে বিভিন্ন ধরনের স্পার এবং গ্রোয়োনবাঁধ নির্মাণ করা হয়েছে। এগুলো হলো, হাসনাপাড়া স্পার, কালিতলা গ্রোয়েনবাঁধ, প্রেম যমুনার ঘাট, দেবডাঙা ফিসপাস এবং মথুরাপাড়া স্পার। সুন্দর সিসি ব্লক দ্বারা এসব স্থাপনাগুলো দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে। ফলে পর্যটকরা একসাথে এসব স্থাপনার সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং যমুনা নদীর অপার সৌন্দর্যে মুগ্ধ হন।

পর্যটকরা এখানে ইচ্ছা করলেই ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকায় দলবেঁধে নৌকায় যমুনা নদীতে ভ্রমণ করতে পারেন। তাই প্রতি বছরই এসব কেন্দ্রগুলোতে উপচেপড়া ভীড় হয়। ঈদ উল আযহা উপলক্ষে এসব পর্যটন কেন্দ্রে মোটরসাইকেল, ভটভটি, মিনি ট্রাক, বাস, ব্যাটারি এবং সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে এখানে পর্যটকরা আগমন করেছেন। ফলে উপজেলার প্রধান সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

সবচেয়ে বেশি ভীড় হয়েছে পৌর এলাকার কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায়। এখানে ঈদের দিন মাংস নিয়ে ব্যস্ততা এবং বৃষ্টির কারণে তেমন একটা ভীড় হয়নি। তবে তার পরদিন থেকেই উপচেপড়া ভীড় হয়। মানুষের চাপে বিকেল বেলায় এ পর্যটন কেন্দ্রে প্রবেশ করা খুবই কষ্টকর ছিলো। কালিতলা গ্রোয়েনবাঁধের সামনে দিয়ে যমুনা নদীর একটি শাখা প্রবহমান থাকায় এ কেন্দ্রটি সবার কাছে জনপ্রিয় হয়েছে।

এ কেন্দ্রে বিভিন্ন ধরনের রকমারি পণ্যের দোকানপাট বসেছে। এসব দোকানগুলোতে এ বছর ভালো বেচাকেনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কেন্দ্রটিতে শতাধিক নৌকা পর্যটকদের নিয়ে যমুনায় চলাচল করেছে। মাত্র ১০০ টাকার টিকিটে স্পিড বোট দিয়ে পর্যটকরা যমুনা নদী ভ্রমণ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট