1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাট এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত

  • শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৫

পাভেল মিয়াঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র সদরের দীঘলকান্দি প্রেম যমুনার ঘাট। ময়লা আবর্জনার স্তুপ আর নোংরা পরিবেশে চরম ভোগান্তিতে পড়েছে ভ্রমণপিপাসু মানুষরা। ঘাটে স্থানীয়দের গবাদি পশুর গোবর ময়লা আবর্জনা আর জ্বালানি শুকানোর চাতালে পরিনিত হয়েছে।ফলে সৌন্দর্য হারিয়েছে প্রেম যমুনার ঘাটের চিত্র।গোবরের ময়লা আর আবর্জনার কারণে প্রাণ ভরে নিশ্বাষ নেওয়ার নেই কোন উপায়। এর ফলে পর্যটকরা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন এ কেন্দ্র থেকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রেম যমুনার ঘাট গবাদি পশুর গোবর ময়লা-আবর্জনার ভাগাড়। স্পার পাশেই বেঁধে রাখা হয়েছে বেশ কয়েটি গরু। গরুর মল মূত্র একদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে অন্যদিকে গরুর গোবর শুকানোসহ খরকুটা, ময়লা আবর্জনা রাখায় দূষিত হচ্ছে পরিবেশ।
সারিয়াকান্দিতে বিভিন্ন সময় নদী শাসনের জন্য বিভিন্ন স্পার ও হার্ড পয়েন্ট তৈরি করা হয়েছে বিভিন্ন সময়ে। এগুলো হলো সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাঁধ, সদরের প্রেম যমুনার ঘাট, হাটশেরপুরের হাসনাপাড়া স্পার, নিজ বলাইল স্পার এবং কুতুবপুরের দেবডাঙা স্পার। এগুলোর মধ্যে দীঘলকান্দি হার্ড পয়েন্টটি সিঁড়ি করে নির্মাণ করার জন্য এটি অত্যাধিক দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ফলে এখানে প্রতিনিয়ত শতশত এবং বর্ষাকালে হাজারো পর্যটকের আগমন ঘটত। তাই স্থানীয় তরুণ তরুণীরা পছন্দের এই স্পটটির নামকরণ করেন প্রেম যমুনাঘাট। যা উপজেলার মধ্যে অন্যতম পর্যটন স্পট হয়ে ওঠে।
বর্তমানে স্পটটির প্রায় সবটুকু এলাকাতেই স্থানীয় নারীরা গোবর শুকানোর কাজে ব্যবহার করছেন। ফলে পুরো পর্যটন এলাকাকে গোবর শুকানোর চাতাল বলে মনে হচ্ছে। অপরদিকে স্থানীয়রা স্পটটিতে ধানের মাড়াইকাজও করেন। এছাড়া স্পটটিতে বেশ কয়েকটি স্থানে বিভিন্ন ধরনের জ্বালানি স্তুপ করে রাখা হয়েছে। স্থানীয় অটোভ্যান চালক আল আমিনের সাথে কথা হয়। বললাম, কেমন আছেন রোজগার কেমন হচ্ছে, প্রশ্ন করতেই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আগের মতো আর রোজগার হয়না। কারণ, প্রেম যমুনার ঘাট আগে অনেক সুন্দর আছিল। তখন অনেক মানুষ হামার অটোভ্যানত করে প্রেম যমুনার ঘাট দেখার জন্যে আচ্চে। একন আর আগের মতো লোকজন আসে না। ফলে রোজগারও আগের মতো হচ্চে না।’
স্থানীয় বাসিন্দা কুলসুম আক্তার বলেন, ‘বহুদিন আগে ফায়ার সার্ভিস আসে একবার পরিস্কার করে দিয়ে গেছিল। দুই এক দিন পর থেকেই আবার লোকজন গোবর নাড়ে দেওয়া শুরু করে এবং ময়লা আবর্জনা রাখায় পরিবেশ নষ্ট করে ফেলে দেয়।’স্থানীয় সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের ইউপি সদস্য আতিকুর রহমান তুহিন বলেন, এর আগে কয়েকবার স্পটটি পরিস্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলব।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত (অ. দা.) বলেন, স্পটটি সরেজমিন পরিদর্শন সাপেক্ষে শীঘ্রই সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট