পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগষ্ট)বিকেলে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের নিউ সোনাতলা এলাকার যুব সমাজের আয়োজনে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ডাঃ মহসিন আলী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। এ সময় তিনি বলেন, পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মাদক, জুয়া, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। তিনি আরও বলেন, পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যে কোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। আপনাদের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক ফরহাদ হোসেন।
Leave a Reply