1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

সারিয়াকান্দির বাঙালি নদীতে বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযান, ২ লাখ টাকা জরিমানা

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৯৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দির বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩ টি খনন যন্ত্র এবং ৪০০ মিটারের বেশি প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই সারিয়াকান্দি নারচী ইউনিয়নের উত্তর গণকপাড়া গ্রামের বাঙালি নদী থেকে কয়েকটি ড্রেজার মেশিন বা বালু উত্তোলনের খনন যন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তুপ করে রাখা হতো এবং তা ট্রলিযুক্ত ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। এতে বাঙালি নদীতে ভাঙন সৃষ্টি হয়েছে। গতকতাল মঙ্গলবার সকালে খবর পেয়ে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে বালু উত্তোলনের সাথে সরাসরি জড়িত ২ জনকে আটক করা হয়।

তারা হলো গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের কাতুলী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বুলবুল আহম্মেদ (৩২) এবং একই উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নওদাবগা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহিন আলম (৩৫)। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেকের নামে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের ৩ টি খননযন্ত্র এবং ৪০০ মিটারের বেশি প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, যমুনা এবং বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। যেখানেই অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট