পলাশ মন্ডল, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে যমুনা নদীতে ইলিশ মাছের প্রজনন মৌসুম চলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কারেন্ট ও চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়েছে। এ সময় ২৫০০ মিটার কারেন্ট জাল এবং ১১ টি চায়না ম্যাজিক জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, জেলা মৎস্য অফিসার বগুড়া সহকারী পরিচালক, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ প্রমুখ। পরে ঐ সব জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
Leave a Reply