পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার (১০অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা,শারদীয় দূর্গাপূজা উদযাপন ও ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ঢল, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) তুহিন সরকার, মৎস্য অফিসার গোলাম মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম, থানার উপ-পরিদর্শক আওয়াল কাফি, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো, বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান,কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান বাদশা, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন প্রমুখ। এ ছাড়াও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com