1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিজয়ী হলেন যারা…

  • বুধবার, ৮ মে, ২০২৪
  • ৪৮৬

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু (কাপ পিরিচ)কে পরাজিত করে সাংসদ পুত্র উপজেলা চেয়ারম্যান মােহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল (আনারস) ৩৭ হাজার ২শ’৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬হাজার ১শ’৫৩ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু (কাপ পিরিচ), সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক কর কমিশনার মােঃ শাহজাহান আলী (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান সাংসদ পুত্র মােহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল (আনারস), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম (মোটরসাইকেল) এবং উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ (হেলিকপ্টার)।

তবে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম (মোটরসাইকেল) এবং উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ (হেলিকপ্টার) প্রতীক পেয়েও নির্বাচন থেকে সরে দাঁড়ান।

ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ৯৭৩ ভোট পেয়ে লিখন মিয়া (টিউওবয়েল প্রতীকে) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনুছ আলী (তালা) পেয়েছেন ১০ হাজার ৩৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কুলছুমা পারভীন (প্রজাপতি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর বেগম (ফুটবল) পেয়েছেন ১৯ হাজার ৯৫০ ভোট।

উল্লেখ্য, ভোটগ্রহণের সময়সীমা সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ৭১টি কেন্দ্রে ৩৯৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৬ হাজার১৪২ ও মহিলা ভোটার সংখ্যা ৯৮ হাজার ১৫৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট